| D.P. - 470 |
( Ayurvedic Capsules )
is made with High Quality, Purified,
Clinically Researched ingradients.

টাইপ- ৷ ডায়াবেটিস
এটি এক ধরণের অটোইমিউন ডিজঅর্ডার যেখানে দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না। হয় জন্মগতভাবে অথবা শৈশবে কিংবা বয়ঃসন্ধিতে এই অবস্থার সূত্রপাত হয়। এই ধরণের রোগীকে প্রাণধারণের জন্য সারাজীবন ইনসুলিন ইনজেকশন নিতে হয়। মোট ডায়াবেটিস রোগীদের 5-10 শতাংশ টাইপ-৷ ডায়াবেটিস ভোগেন।
টাইপ -॥ ডায়াবেটিস
এটি বিপাকীয় ক্রিয়ার সমস্যাজনিত ডায়াবেটিস। এক্ষেত্রে শরীর যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না অথবা ইনসুলিনের উপযুক্ত সদ্ব্যবহার করতে পারে না। এই ধরণের ডায়াবেটিসই সবচেয়ে বেশি দেখা যায় -- মোট রোগীর প্রায় 90 - 95 শতাংশ। এর পিছনে বংশগত প্রভাব কাজ করে। 45 বছরের উপরে বয়স হলে এবং বংশে ডায়াবেটিসের ইতিহাস থাকলে এর সম্ভাবনা বাড়ে। দেহের ওজন বেশি হলে নিয়মিতভাবে ব্যায়াম বা দৈহিক পরিশ্রম না করলেও টাইপ -॥ ডায়াবেটিস হতে পারে। ভুল করেও অবহেলা নয়
প্রাকৃতিক চিকিৎসার দ্বারা টাইপ-॥ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস- সৃষ্ট জটিলতাগুলিও প্রতিহত করা সম্ভব
ডায়াবেটিস মেলিটাসের (Diabetes Mellitus) মূলত দুটি ভাগ - টাইপ-৷ ও টাইপ-॥ , যথা সময়ে এগুলির চিকিৎসা না হলে এর থেকে হৃদরোগ, স্ট্রোক, কিডনি ফেলিওর, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি ও যৌন অক্ষমতার মতো গুরুতর সমস্যা জন্ম নিতে পারে। টাইপ-৷ ডায়াবেটিসের জন্য কোনও খাওয়ার ওষুধ উপলব্ধ নেই। এর জন্য ইনসুলিন ইঞ্জেকশনই একমাত্র উপায়। কিন্তু প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে টাইপ-॥ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি এই দুই প্রকার ডায়াবেটিস থেকে সৃষ্ট জটিলতাগুলি প্রতিহত করা সম্ভব।
ডায়াবেটিস মেলিটাস (Diabetes Mellitus) দেহের বিপাকীয় ক্রিয়া বা মেটাবলিজম (Metabolism) সংক্রান্ত সমস্যা। এই রোগে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। শরীরে যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদন না হলে অথবা দেহের কোষগুলি ইনসুলিন রক্তের শর্করাকে কোষে পৌঁছাতে সাহায্য করে। এই শর্করা থেকেই আমাদের কোষগুলি প্রয়োজনীয় শক্তি পায়। ইনসুলিনের অভাবে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে। একে বলা হয় হাইপারগ্রাইসেমিয়া - (Hyperglycaemia)। দীর্ঘদিন ধরে রক্তে শর্করা জমলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত শর্করা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এই কারণেই ডায়াবেটিস হলে অত্যধিক প্রস্রাব, তেষ্টা এবং খিদে পেতে থাকে। প্রকৃতপক্ষে, এই তিনটিই এই রোগের প্রধান লক্ষণ।
ডায়াবেটিসকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় -- টাইপ-৷ ও টাইপ-॥
অবহেলা করলে ডায়াবেটিস গুরুতর জটিলতা ডেকে আনতে পারে।
যেমন -- হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা, পায়ের ঘা, ডায়াবেটিস নিউরোপ্যাথি, ডায়াবেটিস কোমা, ছানি ও চোখের বিভিন্নরকমের সমস্যা। শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায় -- ঘন ঘন ঘা, ফোঁড়া বা অন্যান্য সংক্রমণ হতে থাকে। কাটা-ছেড়া সারাতেও দীর্ঘ সময় লাগে। পুরুষদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নানাধরণের যৌন অক্ষমতা-- যেমন ক্রটিপূর্ণ মিলনে অনাগ্রহ এমনকী, বন্ধ্যত্বের কারণও হতে পারে।
%20copy.jpgty.jpg)
মন্তব্যসমূহ