সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Dhatu Pusto

 

D. P. - 225

 ধাতু পুষ্ট 

দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করা, উষ্ণ জলে স্নান করা, দীর্ঘক্ষণ গরম আবহাওয়ার মধ্যে থাকা, মোটা পা, বাইক চালানো, ধুমপান করা, তামাক জাতীয় পদার্থ সেবন করা, প্রস্টেট গ্রন্থির সংক্রমণ, অ্যালকোহল পান করা, বিভিন্ন ঔষধের বিপরীত প্রতিক্রিয়া, এণ্ডোক্রিন সংক্রান্ত রোগের জন্য পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড গ্রন্থি ও শুক্রাশয়ের কার্যক্ষমতা বাধাপ্রাপ্ত হওয়া, জন্মগত অঙ্গজনিত ত্রুটি, শুক্রনালীর সঠিক বৃদ্ধি না হওয়া, প্রোটিনের অভাব, সঠিক পুষ্টির অভাব প্রভৃতি কারণে মানবদেহে অনেক ধরণের ধাতুর সমস্যা দেখা যায়। ফলস্বরূপ দৈনন্দিন জীবনে মানবদেহে বীর্যে শুক্রানুর সংখ্যা কমতে থাকে, ফলে ইনফার্টিলিটির মতো গুরুতপূর্ণ রোগ বৃহৎ আকারে দেখা দেয়। ইহা ছাড়াও শীঘ্রপতন, শুক্র তারল্য, অনুন্নত মানের শুক্রানু, যৌন ইচ্ছা কমে যাওয়া প্রভৃতি রোগের সৃষ্টি হয়। ভেদিকা স্পে গ্রো (ধাতু পুষ্ট) একটি আয়ুর্বেদিক গুরুতপূর্ণ ঔষধি, যার মধ্যে গুরুতপূর্ণ ভেষজ বিদ্যমান। যেমন এলিফ্যান্ট ক্রিপার, গোক্ষুর, জীবন্তি, স্টোন ফ্লাওয়ার, সবল মিস্ত্রি, কোকিলাক্ষা, বন্যকাহু, সপালমিটো, শতমূল, তালমাখনা, কুরুচি, মুকানো পুরেনসিস প্রভৃতি। ইহা টেস্টোস্টেরোন হরমোন বৃদ্ধি করে প্রজনন অঙ্গকে শক্তিশালী করে তোলে। ইহা সামগ্রীক ভাবে বীর্যে শুক্রানুর সংখ্যা বাড়িয়ে তোলে ফলে ধাতু সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ইহা 100 শতাংশ আয়ুর্বেদিক এবং সুরক্ষিত।

খাবার নিয়ম :- প্রাপ্তবয়স্করা প্রতিদিন খালি পেটে সকালে ও সন্ধে 1 চামচ করে খাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Sea Buckthorn

  D. P. - 800   সীবকথর্ন  থইরয়েড - সীবাকথর্ন থাইরয়েডের যেকোন সমস্যায় খুব ভালো কাজ দেয়। থাইরয়েড বেশি বা কম থাকলে সেটি নিয়ন্ত্রনের জন্য সীবাকথর্ন অত্যন্ত প্রয়োজনীয়। লিভার - সীবাকথর্ন লিভারের যেকোন সমস্যায় অত্যন্ত উপকারী। সীবাকথর্নে থাকা অর্গানিক অ্যাসিড  (ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড) লিভারকে টক্সিন, ক্ষতিকারক কেমিক্যালস ও অ্যান্টবায়োটিকের কুপ্রভাব থেকে রক্ষা করে এবং সুস্থ ও সবল লিভার তৈরিতেসাহায্য করে। হার্ট - সীবাকথর্ন হার্টের যেকোন সমস্যায় খুব উপকারী। এটি রক্তের শর্করা কমাতে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজনীয়। নার্ভ - এটি নার্ভের সমস্যায় খুব ভালো কাজ করে এবং ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। প্রোষ্টেট - সীবাকথর্ন প্রোষ্টেট ও কোলন হেলথের সমস্যায় খুব কার্যকরী। ওবেসিটি - সীবাকথর্নের মধ্যে থাকা ওমেগা- 7 অতিরিক্ত মেদ কমাতে ও রোগা হতে সাহায্য করে। পাকস্থলী সংক্রান্ত - সীবাকথর্ন গ্যাসট্রিকের সমস্যায় অত্যন্ত উপকারী। এটি হজমের কোন সমস্যায় এবং হজম শক্তি বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। আলসার - সীবাকথর্ন আলসার নিরাময়ে দারুন কার্যকরী। শ্বাসপ্রশ্বাস ...