| D.P. 75 |
চুলের বিভিন্ন সমস্যা সমাধানে আর একটি উৎকৃষ্ট উৎপাদন হল হেনা। ইহার মধ্যে হেনা ছাড়া বহুবিধ ভেষজ যেমন ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, আমলা, শিকাকাই, রিঠা, নিম, জবা ইত্যাদি বর্তমান। হেনা একপ্রকার চুলের খাবার যা চুলকে পুষ্টির জোগান দিয়ে চুলের গোড়া শক্ত করে, ঘামাচি থেকে মুক্তি দেয়, চুল পড়া বন্ধ করে, চুলের গোছ বাড়াতে এবং চুলের নিজস্ব রং ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রতি 10-15 দিন অন্তর ইহা চুলে ব্যবহার করা হলে চুলের সমস্যা সমাধান সম্ভব।
মন্তব্যসমূহ