| D. P. - 180 |
নারিশিং ক্লিনজিং মিল্ক
আমাদের দৈনন্দিন জীবনধারণ পদ্ধতিতে আমাদের ত্বককে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তার ধূলো, গাড়ির কালো ধোঁয়া, রান্না ঘরের তৈলাক্ত ধোঁয়া এবং বিশেষ করে পুরানো মৃত কোষ, প্রতিদিন ত্বকের উপরে বিষাক্ত মোটা স্তর পরে যায়। সাধারণ জিনিস ব্যবহারের মাধ্যমে এই বিষাক্ত স্তরের হাত থেকে ত্বককে রক্ষা করা সম্ভব নয়, তাই নারিশিং ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে ত্বকের সমস্যার হাত থেকে ত্বককে মুক্ত করা যেতে পারে, ত্বকের PH লেবেলকে নিয়ন্ত্রণ করে। ত্বককে প্রয়োজনীয় জলীয় দ্রব্য সরবরাহ করে ফলে ত্বকের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বকের ওপরে রিঙ্কেল আসতে দেয় না। এবং ত্বকের বয়স নিয়ন্ত্রণ করে। ত্বকের নীচে সেবাম নামক গ্লাণ্ড তৈল উৎপাদন করে থাকে, সেবাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কালিলেস ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে ব্রণ তৈরী হয়। প্রতিনিয়ত নারিশিং ক্লিনজিং মিল্ক ব্যবহারের ফলে সেবাম ঠিক থাকে ফলে ব্রণ, ফুসকুড়ির হাত থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের পোরের সাইজ নিয়ন্ত্রণ করে থাকে। অতিরিক্ত তৈলের হাত থেকে ত্বককে রক্ষা করে। ত্বক মসৃণ, নরম এবং উজ্জ্বলতা বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করে।
মন্তব্যসমূহ