সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Pain Relief Oil

 

D. P. - 200

 পেইন রিলিফ অয়েল

ভেদিকা পেইন রিলিফ অয়েল হল একটি বিজ্ঞানসম্মত ভাবে আবিষ্কৃত এবং বহুমূল্য আয়ুর্বেদিক ভেষজ সহযোগে তৈরী। যেমন- সলাই গুগ্গুল, মুচকুন্দ সুরঞ্জন। মহানারায়ন তৈল, কুটকি, মহাবিশ্ব গর্ব তৈল, হরিদ্রা, মালকানগণি, সবুজ তৈল, নিরগুণ্ডি, পিপল, গন্ধপুড়া তৈল, ইউক্যালিপটাস তৈল, অলিভ তৈল, অশ্বগন্ধা, কণ্টাকরি, রসুন, তিল তৈল,নীলগিরি তৈল প্রভৃতি। ইহা একটি বেদনানাশক, অ্যান্টিপাসমোডিক, অ্যান্টিনোসিসেপটিভ বৈশিষ্ট্য বিদ্যমান, ফলে খুব সহজেই পেশীদ্বয় মসৃণ এবং শিথিল হয়ে গিয়ে বেদনা নাশ হয়ে যায়। ইহার কার্যকরীতা নিচে বর্ণিত হইল :-

১৷ স্নায়ু এবং পেশীর সঞ্চালনের ক্লান্তি দূর করে থাকে। 

২৷ মচকানো এবং মাংসপেশীর ব্যাথা দূর করে থাকে।

৩৷ দেহে ব্যাথা, গাঁটের যন্ত্রণা, খেলার থেকে পাওয়া চোটে বিশেষ ভাবে লাভদায়ক।

৪৷ সর্দি, কাশি এবং শ্বাস কষ্ট জনিত সমস্যায় অত্যন্ত লাভজনক।

৫৷ সারভাইকাল স্পন্ডেলাইটিস ( ঘাড়ে যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা, পিঠে ব্যাথা, কলার বোনে ব্যাথা ) অ্যাঙ্কাইলজিঙ স্পন্ডেলাইটিস ( মেরুদন্ডে ব্যাথা, কনুইয়ের ব্যাথা ) লম্বর স্পন্ডেলাইটিস ( মেরুদন্ড সংক্রান্ত কোমরের নীচে ব্যাথা ) প্রভৃতি ব্যাথাতে বিশেষ ভাবে লাভদায়ক।

ব্যবহারের নিয়ম :

হাতে ১০ - ১৫ ফোঁটা তেল নিয়ে ব্যাথা স্থানে মালিশ করুন। প্রয়োজনে হাল্কা গরম সেঁক দিলে বিশেষ উপকার পাওয়া যাবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Sea Buckthorn

  D. P. - 800   সীবকথর্ন  থইরয়েড - সীবাকথর্ন থাইরয়েডের যেকোন সমস্যায় খুব ভালো কাজ দেয়। থাইরয়েড বেশি বা কম থাকলে সেটি নিয়ন্ত্রনের জন্য সীবাকথর্ন অত্যন্ত প্রয়োজনীয়। লিভার - সীবাকথর্ন লিভারের যেকোন সমস্যায় অত্যন্ত উপকারী। সীবাকথর্নে থাকা অর্গানিক অ্যাসিড  (ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড) লিভারকে টক্সিন, ক্ষতিকারক কেমিক্যালস ও অ্যান্টবায়োটিকের কুপ্রভাব থেকে রক্ষা করে এবং সুস্থ ও সবল লিভার তৈরিতেসাহায্য করে। হার্ট - সীবাকথর্ন হার্টের যেকোন সমস্যায় খুব উপকারী। এটি রক্তের শর্করা কমাতে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজনীয়। নার্ভ - এটি নার্ভের সমস্যায় খুব ভালো কাজ করে এবং ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। প্রোষ্টেট - সীবাকথর্ন প্রোষ্টেট ও কোলন হেলথের সমস্যায় খুব কার্যকরী। ওবেসিটি - সীবাকথর্নের মধ্যে থাকা ওমেগা- 7 অতিরিক্ত মেদ কমাতে ও রোগা হতে সাহায্য করে। পাকস্থলী সংক্রান্ত - সীবাকথর্ন গ্যাসট্রিকের সমস্যায় অত্যন্ত উপকারী। এটি হজমের কোন সমস্যায় এবং হজম শক্তি বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। আলসার - সীবাকথর্ন আলসার নিরাময়ে দারুন কার্যকরী। শ্বাসপ্রশ্বাস ...