| D. P. - 200 |
পেইন রিলিফ অয়েল
ভেদিকা পেইন রিলিফ অয়েল হল একটি বিজ্ঞানসম্মত ভাবে আবিষ্কৃত এবং বহুমূল্য আয়ুর্বেদিক ভেষজ সহযোগে তৈরী। যেমন- সলাই গুগ্গুল, মুচকুন্দ সুরঞ্জন। মহানারায়ন তৈল, কুটকি, মহাবিশ্ব গর্ব তৈল, হরিদ্রা, মালকানগণি, সবুজ তৈল, নিরগুণ্ডি, পিপল, গন্ধপুড়া তৈল, ইউক্যালিপটাস তৈল, অলিভ তৈল, অশ্বগন্ধা, কণ্টাকরি, রসুন, তিল তৈল,নীলগিরি তৈল প্রভৃতি। ইহা একটি বেদনানাশক, অ্যান্টিপাসমোডিক, অ্যান্টিনোসিসেপটিভ বৈশিষ্ট্য বিদ্যমান, ফলে খুব সহজেই পেশীদ্বয় মসৃণ এবং শিথিল হয়ে গিয়ে বেদনা নাশ হয়ে যায়। ইহার কার্যকরীতা নিচে বর্ণিত হইল :-
১৷ স্নায়ু এবং পেশীর সঞ্চালনের ক্লান্তি দূর করে থাকে।
২৷ মচকানো এবং মাংসপেশীর ব্যাথা দূর করে থাকে।
৩৷ দেহে ব্যাথা, গাঁটের যন্ত্রণা, খেলার থেকে পাওয়া চোটে বিশেষ ভাবে লাভদায়ক।
৪৷ সর্দি, কাশি এবং শ্বাস কষ্ট জনিত সমস্যায় অত্যন্ত লাভজনক।
৫৷ সারভাইকাল স্পন্ডেলাইটিস ( ঘাড়ে যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা, পিঠে ব্যাথা, কলার বোনে ব্যাথা ) অ্যাঙ্কাইলজিঙ স্পন্ডেলাইটিস ( মেরুদন্ডে ব্যাথা, কনুইয়ের ব্যাথা ) লম্বর স্পন্ডেলাইটিস ( মেরুদন্ড সংক্রান্ত কোমরের নীচে ব্যাথা ) প্রভৃতি ব্যাথাতে বিশেষ ভাবে লাভদায়ক।
ব্যবহারের নিয়ম :
হাতে ১০ - ১৫ ফোঁটা তেল নিয়ে ব্যাথা স্থানে মালিশ করুন। প্রয়োজনে হাল্কা গরম সেঁক দিলে বিশেষ উপকার পাওয়া যাবে।
মন্তব্যসমূহ