সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Piles

 

D. P. - 225

 পাইলস

পাইলস এটি একটি রোগ এর সঠিক চিকিৎসা না হলে বেজায় কষ্ট দেয়। মলদ্বারের ভিতরে এবং বাইরের দিকে থাকা বেশ কিছু টিস্যু এবং পেশী যখন প্রদাহ এবং নানা কারণে ফুলে যায়, ফলে মলত্যাগ করার সময় খুব কষ্ট দেয় এবং রক্ত ঝরাতে দেখা যায়। রোগটি হবার মূলত কতগুলি কারণ আছে, পারিবারিক ইতিহাস, কোষ্টকাঠিন্য, ক্রনিক ডায়ারিয়, মশলাদার যুক্ত ও অত্যাধিক ভাজাভুজি খাবার এবং প্রেগন্যন্সির পরে এই রোগটি নানাবিধ কারণে হয়ে থাকে। রোগটি থেকে বাঁচার জন্য অ্যামিগো লাইফ নিয়ে এসেছে "পাইলস" নামক এক অব্যর্থ ঔষধ। এর মধ্যে আছে ত্রিফলা, আমলা, সোনাপাতা, নাগকেশর প্রভৃতি। এটি রাতে খাবার পর সামান্য গরম জলে দুই চামচ গুলিয়ে খেয়ে নিন। সকালে আপনার মলত্যাগ যথাযথঃ ভাবে হতে সাহায্য করবে। পেটে জমে থাকা মল খুব সহজেই নির্গত হবে। যার ফলে পেটের মধ্যে গ্যাস, অম্বল ও হজমশক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে।

বহু পুরানো অর্শ থাকলে আমাদের তুলসী লাইফ দিনে ৮ - ১০ ফোঁটা সেবন করলে আরও ভালো ফল পাওয়া যাবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Sea Buckthorn

  D. P. - 800   সীবকথর্ন  থইরয়েড - সীবাকথর্ন থাইরয়েডের যেকোন সমস্যায় খুব ভালো কাজ দেয়। থাইরয়েড বেশি বা কম থাকলে সেটি নিয়ন্ত্রনের জন্য সীবাকথর্ন অত্যন্ত প্রয়োজনীয়। লিভার - সীবাকথর্ন লিভারের যেকোন সমস্যায় অত্যন্ত উপকারী। সীবাকথর্নে থাকা অর্গানিক অ্যাসিড  (ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড) লিভারকে টক্সিন, ক্ষতিকারক কেমিক্যালস ও অ্যান্টবায়োটিকের কুপ্রভাব থেকে রক্ষা করে এবং সুস্থ ও সবল লিভার তৈরিতেসাহায্য করে। হার্ট - সীবাকথর্ন হার্টের যেকোন সমস্যায় খুব উপকারী। এটি রক্তের শর্করা কমাতে এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজনীয়। নার্ভ - এটি নার্ভের সমস্যায় খুব ভালো কাজ করে এবং ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত প্রয়োজনীয়। প্রোষ্টেট - সীবাকথর্ন প্রোষ্টেট ও কোলন হেলথের সমস্যায় খুব কার্যকরী। ওবেসিটি - সীবাকথর্নের মধ্যে থাকা ওমেগা- 7 অতিরিক্ত মেদ কমাতে ও রোগা হতে সাহায্য করে। পাকস্থলী সংক্রান্ত - সীবাকথর্ন গ্যাসট্রিকের সমস্যায় অত্যন্ত উপকারী। এটি হজমের কোন সমস্যায় এবং হজম শক্তি বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। আলসার - সীবাকথর্ন আলসার নিরাময়ে দারুন কার্যকরী। শ্বাসপ্রশ্বাস ...