| D. P. - 200 |
থেরাপিউটিক হেয়ার অয়েল
থেরাপিউটিক হেয়ার অয়েল বিজ্ঞান সম্মত ফর্মুলেশনে তৈরি এক অন্যান্য হেয়ার অয়েল, ইহার মধ্যে আছে ভৃঙ্গরাজ তেল, অলিভ অয়েল, থোলকুড়ি এক্সট্রাক, জোজোবা এক্সট্রাক, হেনা, আমলা, মুলেঠি, ব্রাহ্মী, গরুর দুধ, ছাগলের দুধ বিবিধ। আমলকীর মধ্যে মৌরীর ভেষজ গুণাবলী সম্পন্ন এই হেয়ার অয়েল চুল সংক্রান্ত নানাবিধ সমস্যার সমাধানে সাহায্য করে। অ্যান্টি ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য হওয়ায় স্কাল্প শুকিয়ে যাওয়া সমস্যা এবং ড্যানড্রাফ জনিত সমস্যা থেকে মুক্ত করে। ভিটামিন 'এ' সমৃদ্ধ হওয়ায় চুল তরতাজা ও প্রাণবন্ত করে। চুলের যাবতীয় পুষ্টি ইহার মধ্যে থাকায় চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। চুলের গোড়া শক্ত করে, ফলে দুর্বল চুল ধীরে ধীরে পুরনো অবস্থায় ফিরে আসে। থেরাপিউটিক বৈশিষ্ট্য থাকায় ধীরে ধীরে নতুন চুল সংযোজনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তেল নষ্ট হয়ে যাওয়া চুলকে রিপেয়ার এর মাধ্যমে ঘন এবং মোটা চুলের পরিবর্তন করে থাকে। আপনার ভেদিকা আয়ুর্বেদা থেরাপিউটিক হেয়ার অয়েল ব্যবহারের মাধ্যমে ফিরে পাবেন সুস্থ, সতেজ মজবুত উজ্জ্বল ঘন নরম এবং সুন্দর চুল।
ব্যবহারের নিয়ম :-
প্রতিদিন স্নানের আগে অথবা রাতে শুতে যাবার আগে হাতে তেল নিয়ে স্কাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে দিন।
মন্তব্যসমূহ