| 100 gm/ Rs. - 249 D. P. - 200 |
মেনস্ট্রুয়াল লাইফ পাউডার
ভেদিকা মেনস্ট্রুয়াল লাইফ পাউডার একটি বহু প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরী করা হয়ে থাকে। ইহা কার্যকরীভাবে মহিলাদের ঋতুজনিত বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগীতা করে থাকে। হরমোনের ভারসাম্যহীনতার ফলে অনিয়মিত ঋতু সমস্যা সমাধান করে থাকে। পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া প্রভৃতি ঋতুজনিত সমস্যায় সঠিক হরমোনের উৎপাদনে সহযোগীতা করে গর্ভাষয়ের কার্যকারীতা বৃদ্ধি করে থাকে। ইহা জরায়ুর প্রদাহ কম করতে এবং রক্তসংবহন উন্নত করতে সহযোগিতা করে থাকে। এছাড়া শ্লেষ্মা এবং শ্বাসজনিত সমস্যা সমাধানের সহযোগিতা করে থাকে।
ব্যবহার পদ্ধতি :- খালিপেটে এক চামচ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা খেতে হবে।
মন্তব্যসমূহ