| D. P. - 60 |
মূলতানি মাটি
এই মাটিতে রয়েছে সিলিকা, ক্যালসিয়াম, লোহা, ডলোমাইট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। প্রাকৃতিক উপাদানে ভরপুর, নিচে ইহার উপকার সম্বন্ধে বর্ণিত:-
উপকারিতা :-
(1) পিম্পল বা Acne সারাতে সাহায্য করে।
(2) তৈলাক্ত ত্বকের জন্য এক রকম আদর্শ।
(3) স্ক্রাবার হিসাবে এই মাটির জুড়ি নেই।
(4) সানবার্ন, ব়্যাশ এর মতো সমস্যা নির্মূল করে।
(5) ত্বকে ভালো রক্ত চলাচল করে।
(6) ব্লাকহেডস সমস্যার সমাধান করে।
(7) টক্সিক উৎপাদনের মাত্রা কমায়।
(8) সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি ও বায়ুদূষনের হাত থেকে রক্ষা করে।
মন্তব্যসমূহ