| 200 ml/ Rs.249 D.P. - 200 |
আলট্রা সুথিং সানস্ক্রীন বডি লোশন আরও একটি বিজ্ঞান সম্মত বিশেষ ফর্মুলেশনে তৈরী। ইহার মধ্যে আছে অ্যালোভেরা, সফেদ চন্দন, অশ্বগন্ধা, নাগকেশর, মধু, অর্জুন, শশা, রক্ত চন্দন, দারু হরিদ্র, পেঁপে ও ডাবের জল প্রভৃতি। সৌরমণ্ডলের uva ও uvb রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। এই বডি লোশন ত্বকের ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন হতে দেয় না। ইহার মধ্যে অবস্থিত ভেষজ উপাদানগুলি ত্বকের অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এই বডি লোশন নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে ওঠে স্বচ্ছ, মসৃণ, উজ্জ্বল এবং প্রাণবন্ত।
মন্তব্যসমূহ