D. P. - 175 থেরাপিউটিক বডি অয়েল থেরাপিউটিক বডি অয়েল আমাদের আরও একটি বিজ্ঞান সম্মত উৎপাদন। এর মধ্যে আছে দারু হরিদ্রা, নিম তেল, মনজিষ্টা, জষ্ঠি মধু, অর্জুন, গাজর, স্যাণ্ডাল অয়েল, অলিভ অয়েল, স্যাণ্ডাল ও তিল তেল প্রভৃতি। এই তেল ব্যবহারের ফলে বিভিন্ন ধরণের ত্বকের সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। জীবানুনাশক ব্যাকটেরিয়ার গুন থাকার জন্য ত্বকের অ্যালার্জি রোধ করতে সাহায্য করে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে ত্বককে রক্ষা করে। সারা বছর ধরে এই তেল আপনার ত্বক অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে। তাহা ছাড়া এই তেল স্নায়ুবিক উত্তেজনা কমাতে সাহায্য করে।