অ্যামিগো লাইফ ফেসিয়াল পদ্ধতি
ত্বকের যত্ন নিতে ফেসিয়াল করা আজকের জীবনযাত্রার অন্যতম অংশ।প্রতিদিনের দূষণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।তাছাড়া রোদের তাপ, মানসিক চাপ ও বয়স বাড়ার কারণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়।ত্বকের সমস্যা দূর করতে ও ত্বক সুন্দর রাখতে নিয়মিত ফেসিয়াল করা খুব জরুরি।ফেসিয়াল ত্বকের নানাভাবে উপকার করে, মুখের ময়লা দূর করা এবং ত্বকের রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে। যার ফলে ত্বক কোমল, মসৃণ ও জেল্লাদার হয়ে ওঠে।এছাড়া ফেসিয়াল ব্রণ ও দাগ কমাতে সহায়তা করে।পার্লারে গিয়ে ফেসিয়াল করার সকলের সময় থাকে না এছাড়াও পার্লারে আপনাকে কি কি উপকরণ দিয়ে ফেসিয়াল করছে তা আপনি জানতেও পারেন না।তা আপনার ত্বকের জন্য কতটা উপকারী সেটা সম্পর্কে আপনি অবগত থাকেন না, তাই অ্যামিগো লাইফ কোম্পানি নিয়ে এসেছে আপনার ত্বকের জন্য উপকারী ফেসিয়াল প্রোডাক্ট যা সম্পুর্ণ আয়ুর্বেদ পদ্ধতিতে তৈরী।
১) প্রথম ধাপঃ-
ফেসিয়ালের প্রথম ধাপ হল মুখ পরিষ্কার করা।মুখের মধ্যে থাকা ময়লা।প্রথম ধাপে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে অর্থৎ নারিশিং ক্লিনজিং মিল্ক দিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে ফেলুন।
২) দ্বিতীয় ধাপঃ-
ফেসিয়ালের দ্বিতীয় ধাপ হল ”এক্সফোলিয়েশন” পদ্ধতি প্রয়োগ করা হয়।এই পদ্ধতিতে পিউরিফায়িং মিল্ক স্ক্রাব দিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করার পর ধুয়ে ফেলুন।
ফেসিয়ালের তৃতীয় ধাপ হল টোনার ব্যাবহার করা অর্থাৎ Rose Water/গোলাপ জল মুখে লাগাতে হবে।একটি তুলোর প্যাড নিন, তাতে অল্প পরিমাণে টোনার ঢেলে পুরো মুখে লাগান।










মন্তব্যসমূহ